সাংবাদিকের উপর সন্ত্রাসীর হামলা

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯, ০৬:৪০ পিএম

নীলফামারীর ডোমারে সন্ত্রাসী কর্তৃক ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতির উপর হামলা করে জীবন নাশের হুমকি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার (২৩ জানুয়ারী) দুপুরে ডোমার উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলার বারান্দায় এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বিডি২৪লাইভ ডটকম নীলফামারী প্রতিনিধি জুলফিকার আলী ভূট্টো কয়েকজন সাংবাদিকসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বের হয়ে উপজেলা পরিষদের দ্বিতীয় তলার বারান্দায় অবস্থান করার সময় ডোমারের চিহিৃত সন্ত্রাসী মোসাদ্দেকুর রহমান সাজু ও এমদাদুল হক মাসুম তাদের দলবল নিয়ে সাংবাদিকদের উপর অতর্কিতে হামলা চালিয়ে প্রাণনাশ ও বিভিন্ন প্রকার হুমকী প্রদর্শনসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে। 
এ ঘটনায় রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভূট্টো ওই দুই সন্ত্রাসীর নামে ডোমার থানায় লিখিত অভিযোগ দেন।

এ ঘটনায় সাংবাদিক মহল তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি)মোকছেদ আলী বলেন ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: