জবির সমাবর্তনের রেজিস্ট্রেশন ১ মার্চ থেকে শুরু

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯, ১০:৩৮ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তন আগামী নভেম্বরে অনুষ্টিত হবে। সমাবর্তনের রেজিস্ট্রেশন আগামী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। আজ সন্ধায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ,তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা  হয়, বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪৭ তম একাডেমিক কাউন্সিলের সভায় ১ম সমাবর্তন আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়। মহামান্য রাষ্ট্রপতির অনুমতি ও সময়সূচি অনুযায়ী সমাবর্তন আগামী নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। সমাবর্তনে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রীধারী সকল শিক্ষার্থীরা অংশগ্রহন করতে পারবেন।

উল্লেখ্য, সমাবর্তন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি বিজ্ঞপ্তির মাধ্যমে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: