ভিক্ষুক পুনর্বাসনে ২ লাখ টাকার উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯, ০২:০০ এএম

তৃপ্তি রঞ্জন সেন,
খুলনা থেকে:

পাইকগাছায় ভিক্ষুক পুনর্বাসন, বয়স্কদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও প্রতিবন্ধী সদস্যদের মধ্যে সঞ্চয়ের টাকা ফেরত দেয়া হয়েছে।

বুধবার (২৩ জানুয়ারি) সকালে গদাইপুরস্থ আরআরএফ-এর নিজস্ব কার্যালয়ে সমৃদ্ধি কর্মসূচির আওতায় পিকেএসএফ-এর অর্থায়নে এসব প্রদান করা হয়।

ভিক্ষুক পুনর্বাসনে গদাইপুর আশ্রয়ন কেন্দ্রের কুনি বিবি (৫০) ও বান্দিকাটি গ্রামের রিজিয়া বেগম (৫৫) কে ১ লাখ করে ২ লাখ টাকার উপকরণ, ১শ জন বয়স্ক ব্যক্তিকে শীতবস্ত্র হিসাবে কম্বল ও চাদর এবং সংস্থার ৫জন প্রতিবন্ধী সদস্যকে ৪১ হাজার ২৯৯ সঞ্চয়ের টাকা ফেরত দেয়া হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী। উপস্থিত ছিলেন, সংস্থার উপ-পরিচালক শামীম উদ্দীন খান, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, শেখ আরিফুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, এখলাছুর রহমান, আব্দুল্লাহ আল-জুবায়ের, রনি মন্ডল ও তারক মজুমদার।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: