নারীরা কি মসজিদে নামাজ পড়তে পারবে?

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯, ১১:২৪ পিএম

ঘর বা বাসা থেকে মসজিদে গিয়ে নামাজ পড়ার সাওয়াব অনেক বেশি। আবার প্রাপ্তবয়স্ক, স্বাধীন, সুস্থ ও নিরাপদ ব্যক্তির জন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করাও আবশ্যক। কিন্তু নারীরা কি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে এ বিষয়ে অনেকের নানান প্রশ্ন জাগে।

এ বিষয়ে বেশ কিছু হাদিসও রয়েছে।

হজরত আব্দুল্লাহ ইবনে ওমার রাদিয়াল্লাহু আনহু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, ‘যদি নারীরা তোমাদের কাছে মসজিদে নামাজ আদায়ের অনুমতি চায়, তাহলে তোমরা তাদেরকে (মসজিদে গমণের) অনুমতি দিয়ে দাও।’ (বুখারি ও মুসলিম)

ইসলামে নারীদের মসজিদে নামাজ আদায় নিষিদ্ধ নয়। কিন্তু নারীদের মসজিদে গিয়ে নামাজ আদায়ের ক্ষেত্রে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। তন্মধ্যে মসজিদে আসা-যাওয়ার পথ নিরাপদ হওয়া আবশ্যক। আবার মসজিদে নারীদের পৃথক নামাজ পড়ার সুব্যবস্থাও থাকা চাই।

তবে, এ ক্ষেত্রে অবশ্যই পরিবেশ এবং সমাজব্যবস্থা বিবেচনা করতে হবে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: