মৃত ব্যক্তির একাধিক জানাজা পড়া কি জায়েজ?

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৩৮ পিএম

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় দেশের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শক-শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

অনুষ্ঠানটির ৫৬৯তম পর্বে মৃত ব্যক্তির একাধিক জানাজা পড়া জায়েজ কি না, সে বিষয়ে লালমাটিয়া থেকে টেলিফোনে জানতে চান ফকরুল আলম।

এর জবারে ড. মুহাম্মদ সাইফুল্লাহ বলেন, যদি এমন পরিস্থিতি হয় যে, ঢাকার লোকদের গ্রামে যাওয়া এবং গ্রামের লোকদের ঢাকায় আসা সম্ভব না হয়, তাহলে ঢাকাতে তার জানাজা হওয়ার পর গ্রামে আবার জানাজা হওয়া জায়েজ আছে। যেহেতু গ্রামের লোকেরা তার জানাজায় অংশ গ্রহণ করতে পারেনি, সেহেতু তাদের জানাজায় অংশ গ্রহণের সুয়োগ করে দেওয়ার জায়েজ রয়েছে।

এই মাসয়ালার মধ্যে মূলত আলেমদের তেমন কোনো মতবিরোধ নেই। যদি প্রয়োজন দেখা দেয়, জানাজার সালাত দ্বিতীয়বার আদায় করার জন্য, তাহলে দ্বিতীয়বার জানাজার সালাত আদায় করা জায়েজ।

কিন্তু ইচ্ছাকৃতভাবে, অপ্রয়োজনে, রাজনৈতিক কারণে এভাবে দ্বিতীয়বার জানাজার সালাতের বিধানটিতে ওলামা একরামরা কেউ অনুমতি দেননি। জানাজার সালাতের বিধান হলো, জানাজার সালাত একবারই হবে কিন্তু যদি কোনো প্রয়োজন দেখা দেয় বা কোনো যৌক্তিক কারণে একাধিকবার জানাজার সালাত আদায় করতে পারবে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: