বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৩৯ এএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের (লেভেল-৩,সেমিষ্টার-২) শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক সম্মেলন কেন্দ্রে ওই কিটবক্স বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগ।

অনুষ্ঠানে ১৮০ জন শিক্ষার্থীর মাঝে কিট বক্স বিতরণ করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের বিভাগীয় প্রধান ড. ফরিদা ইয়াসমীন বারির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিম আহমাদ, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মির্জা আবুল হাসিম, ড. মো. রফিকুল আলম প্রমুখ।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: