নাটোরের বরেণ্য কথাসাহিত্যিক শফীউদ্দীন সরদারের ইন্তেকাল 

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪১ পিএম

নাটোরের বরেণ্য কথাসাহিত্যিক সাবেক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রট অধ্যক্ষ শফীউদ্দীন সরদার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। 

আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে শহরের শুকুলপট্রি এলাকায় তার নিজ বাসভবনে ‘সরদার মঞ্জিল’ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ফুসফুস ও কিডনীর জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। গত জানুয়ারী মাসে অসুস্থ অবস্থায় তাকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় ১০ দিন তিনি আইসিইউতে ছিলেন।

বরেণ্য কথাসাহিত্যিক অধ্যক্ষ শফীউদ্দীন সরদার তার জীবদ্দশায় ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গ বিজয় থেকে শুরু করে ১৯৭১ এর মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস সমৃদ্ধ ১৭টি পৃথক উপন্যাস লিখেছেন। 
 
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৫ মেয়েসহ বহু স্বজন ও গুনগ্রাহী রেখে যান। 

বৃহস্পতিবার বাদ মাগরিব গাড়িখানা জামে মসজিদ প্রাঙ্গনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

এদিকে তাঁ মৃত্যুর সংবাদ পেয়ে রাজনৈতিক ব্যক্তিত্বসহ অনেকেই তাকে শ্রদ্ধা জানাতে তার বাসভন সরদার মঞ্জিলে ছুটে যান।

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: