ইডেনের সাবেক অধ্যক্ষ মাহফুজা হত্যার ঘটনায় আটক ৩

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০১:১৯ পিএম

ইডেন কলেজের সাবেক অধ্যাক্ষ মাহফুজা চৌধুরী হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক ইডেন কলেজের অধ্যক্ষ মাহফুজা হত্যা মামলার প্রধান দুই আসামির মধ্যে এক গৃহকর্মী স্বপ্না ও গৃহকর্মী সরবারহকারীকে আটক করা হয়েছে। স্বপ্নার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনা থানাধীন রায়কুটি এলাকায়।

এ বিষয়ে বিকেল ৩টায় নিউমার্কেট থানায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওসি আতিকুর।

এর আগে রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসা থেকে ইডেনের সাবেক অধ্যক্ষ মাহফুজার মরদেহ করে পুলিশ। পরে সোমবার (১১ ফেব্রুয়ারি) মাহফুজার স্বামী ইসমত কাদির গামা বাসার দুই গৃহকর্মী রেশমা ও স্বপ্নাকে আসামি করে নিউমার্কেট থানায় মামলা দায়ের করেন।

মাহফুজার গ্রামের বাড়ি গোপালগঞ্জ। ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের এপ্রিল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন মাহফুজা চৌধুরী।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: