পঞ্চগড়ে বইমেলার উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০৮ এএম

পঞ্চগড়ে বইমেলার শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার সময় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে ৭ দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান বইমেলার শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী।

একইসঙ্গে তিনি তীরনই, ব্যাক্টো বিপুল, সাদা মনের মানুষ বই তিনটির মোড়ক উন্মোচন করেন।

পঞ্চগড় জেলা প্রশাসন এর আয়োজনে এই মেলায় পঞ্চগড় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০টি স্টলে তাদের বই প্রদর্শন করেছেন। রেলপথ মন্ত্রী স্টল গুলো পরিদর্শন করেন। বইমেলা উদ্বোধনের পর স্থানীয় কবি সাহিত্যিকদের কবিতা আবৃতি উপভোগ করেন মন্ত্রী।

এবারের বই মেলায় আলোচিত ও পাঠক প্রিয় বই হিসেবে আবির্ভাব হয়েছে কবি সাবিনা ইয়াসমিন রচিত তীরনই বইটি।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: