১০২ ইয়াবা ব্যবসায়ীর আত্মসমর্পণ

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০৬ পিএম

সরকারের দেওয়া ৭ শর্তে আজ শনিবার (১৬ ফেব্রুয়ারি) আত্মসমর্পণ করছেন কক্সবাজারের সাবেক এমপি বদির তিন ভাইসহ ১০২ ইয়াবা ব্যবসায়ী।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ আত্মসমর্পণ অনুষ্ঠান চলছে।

৩০ গডফাদার ও ৭২ ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করছেন। আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়াও আইজিপি ড. জাবেদ পাটোয়ারী উপস্থিত আছেন।

আত্মসমর্পণকারীদের মধ্যে কয়েকজন হলেন, রবিউল ইসলাম, মনসুর আলী, খালেদ হোসেন, মো: আলম, মো: রাসেল, নুরুল আমিন, বোরহান উদ্দিন প্রমুখ।

জানা যায়, এরইমধ্যে সাবেক এমপি বদির তিন ভাই, ভাগিনা, ফুফাতো ভাইসহ সাতজন আত্মসমর্পণের জন্য সেফহোমে ছিল। এছাড়া শতাধিক ইয়াবা ব্যবসায়ী কক্সবাজারের সেফহোমে ছিলেন। তাদেরকে কক্সবাজার পুলিশের তত্ত্বাবধানে অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হয়।

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা জানান, সকালে কক্সবাজার পুলিশের তত্ত্বাবধানে থাকা শতাধিক ইয়াবা ব্যবসায়ীকে অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হয়।

২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো: আছাদুদ-জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে মিডিয়াকর্মীসহ সবার উপস্থিতিতে তা ধ্বংস করা হবে।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: