একাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের ডেকেছে জাপা

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৭ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলের সকল প্রার্থীকে চলতি মাসের আগামী ২৭ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় ডেকেছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। 

বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের কার্যালয়ে তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। সভায় জাপা চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলের সকল প্রার্থীকে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মতবিনিময় সভায় উপস্থিত থাকতে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা অনুরোধ জানিয়েছেন।

ওইদিন সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে।

জাপার একাধিক নেতা সূত্রে জানা গেছে, নির্বাচন নিয়ে আলোচনার কথা বলা হলেও কার্যত দলের সাংগঠনিক পরিস্থিতি, সংসদে দলের ভূমিকা এবং আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা হবে এই সভায়। এছাড়া দলের চেয়ারম্যানের অসুস্থতা এবং ভবিষ্যতে তার অবর্তমানে দল কীভাবে পরিচালিত হবে সেসব বিষয়েও আলোচনা হতে পারে।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: