ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের ভয়ে সীমান্ত থেকে লঞ্চ প্যাড সরালো পাকিস্তান

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৮ এএম

পুলওয়ামার হামলার পর দেশ জুড়ে উঠেছে বদলার দাবি৷ ফের একবার সার্জিক্যাল স্ট্রাইক হোক পাকিস্তানে৷ চাইছে আপামর ভারতবাসী৷ সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কা করছে পাকিস্তানও৷ সম্ভবত সেই কারণে তড়িঘড়ি সীমান্ত বরাবর জঙ্গি ঘাঁটিগুলি সরিয়ে নিল পাক সেনা৷ উরির হামলার পর পাক ভূখণ্ডে ঢুকে এই জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দিয়ে আসে ভারত৷ এ খবর দিয়েছে কলকাতা২৪।

ভারতের ইতিহাসে সবথেকে বড় জঙ্গি হামলায় ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় শহিদ হয়েছেন ৪০ জন সিআরপিএফ জওয়ান৷ হামলার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট জৈশ জঙ্গি সংগঠন৷ তারপর থেকে বদলার আগুনে জ্বলছে গোটা দেশ৷ ভারত যে এই পরিস্থিতিতে চুপ করে বসে থাকবে না তা আঁচ করতে পেরেছে পাকিস্তানও৷

তাদের আশঙ্কা আবারও হয়তো সার্জিক্যাল স্ট্রাইক করবে ভারত৷ যেমনটা করেছিল ২০১৬ সালে উরি হামলার পর৷ আড়াই বছর আগে হওয়া ভারতের সার্জিক্যাল স্ট্রাইক থেকে শিক্ষা নিয়ে এবার আগাম সর্তকতামূলক ব্যবস্থা নিল প্রতিবেশী দেশটি৷ তারই প্রথম ধাপ হিসাবে জঙ্গি শিবিরগুলি সরিয়ে নেওয়া৷ সাধারণত সীমান্তের কাছে এই শিবিরগুলি তৈরি করে পাকিস্তান৷ যাতে সুযোগ বুঝে জঙ্গিদের ভারতে পাঠিয়ে দেওয়া যায়৷

জঙ্গি ঘাঁটি গুলি যে সরিয়ে নেওয়া হয়েছে তা প্রমাণ মিলেছে অন্যভাবেও৷ সীমান্তের ওপারে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের জন্য সাধারণত ওত পেতে থাকে৷ কিন্তু সেনা সূত্রে জানা গিয়েছে, ওপারে এখনও অবধি জঙ্গিদের আনাগোনার প্রমাণ মেলেনি৷ সীমান্তের ওপারে জঙ্গি ঘাঁটিগুলিও আর নেই৷ এখন ভারত যদি আঘাত হানার প্রস্তুতি নেয় তাহলে সেটা হবে পাক সেনার সঙ্গে সম্মুখ সমর৷

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: