ইবিতে পিঠা উৎসব

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৪১ পিএম

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী সব পিঠার সমাহার নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজিত হয়েছে পিঠা উৎসব। বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০তম (এমবিএ) ব্যাচের আয়োজনে রোববার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জিমনিশিয়ামের সামনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভাপা পুলি, ভ্যানিলা পুডিং, হৃদয় হরণ, সাঁচের নক্সী, ঝিনুক, গোলাপ পিঠাসহ প্রায় ৩৫ প্রকারের পিঠার আয়োজন করা হয়। পরে বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট গ্রাউন্ডে গ্রাম-বাংলার ঐতিহ্য ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।

বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়ার সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

&dquote;&dquote;এ ছাড়া বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান, দেশরত্ন শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শেলীনা নাসরীন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ান ইসলাম, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিছুর রহমান প্রমুখ।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: