রোহিঙ্গাদের সহযোগিতা করবে আইওএম

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৬ পিএম

রোহিঙ্গাদের জ্বালানির কাজে সহযোগিতায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক লাখ পরিবারের জন্য বোতল গ্যাস সরবরাহ করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

তিনি বলেছেন, আইওএম নেতৃবৃন্দ রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাতিসংঘ এবং মিয়ানমার সরকারকে তাগিদ দিয়েছেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।

এর আগে মন্ত্রণালয়ের নিজ কক্ষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী।

বৈঠকের বিষয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আইওএম প্রতিনিধিরা মূলত আজ এসেছিলেন সামনে ঝড়-বৃষ্টির সিজন। আমাদের দেশে প্রায়ই এই সিজনে সাইক্লোন হয়। এই সাইক্লোন থেকে রক্ষা পেতে রোহিঙ্গাদের জন্য কতগুলো সাইক্লোন সেল্টার আছে, তা আরও বৃদ্ধি করা যায় কী না?

আমরা তাদের জানিয়েছি, রোহিঙ্গাদের জন্য আমরা ৪২৩টি সাইক্লোন সেল্টার তৈরি করছি।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: