২টি মাদ্রাসার এমপিও বন্ধ হচ্ছে

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:০২ পিএম

সারাদেশের ১৮১ শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বন্ধের প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। যারা এমপিওভুক্ত নন তাদের একাডেমিক স্বীকৃতি বাতিল করা হবে।  প্রথম ধাপে ১৮১ প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হচ্ছে। পরে এমপিও বন্ধ করা হবে। পাবলিক পরীক্ষায় এইসব প্রতিষ্ঠান থেকে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। 

এমপিও বন্ধের তালিকায় রয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী জুলফিকার সিদ্দিকী আলিম মাদ্রাসা ও কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী এস,আই,এ,এস,এইচ আলিম মাদ্রাসা। 

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় সারাদেশের ১৮১ শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বন্ধের প্রক্রিয়া শুরু করেছে। প্রথম ধাপে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হচ্ছে। পরে এমপিও বন্ধ করা হবে। ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে মাদরাসা ১৩২টি। এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও যাচাইয়ে ৪টি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাল নিবন্ধন, ভুয়া সনদ ও নিয়োগ পদ্ধতি যাচাই করবে কমিটিগুলো। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জারি করা এক আদেশে এ তথ্য জানা যায়। 

৪টি কমিটির প্রতিটিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের একজন পরিচালককে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের একজন উপসচিব, কারিগরি শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের একজন সহকারী পরিচালককে কমিটিগুলোর সদস্য করা হয়েছে।

এ বিষয়ে বড়হিজলী জুলফিকার সিদ্দিকী আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ.ফ.ম. আয়াতুল্লাহ বলেন, প্রতিষ্ঠানটির আলীম শাখার ফলাফল খারাপ হয়েছে বিধায় এমপিও স্থগিতের বিষয়টি ভাবছে মন্ত্রণালয়।

তিনি বলেন ২০১৬ ও ২০১৭ সালে প্রতিষ্ঠানটিতে আলীম শাখার শিক্ষার্থীরা শতভাগ পাস করেছিল কিন্তু ২০১৮ সালে ৩৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই অকৃতকার্য হয়।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: