ইনজুরিতে জর্জরিত টাইগার শিবিরে সুখবর

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৯ পিএম

পর পর দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের কাছে এমন বিপর্যস্তের অন্যতম কারণ দলের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়ের ইনজুরি। নিউজিল্যান্ডে পা রাখার আগেই চোটের থাবায় হারাতে হয়েছে তাসকিন আহমেদ ও সাকিব আল হাসানকে।

এমতাবস্থায় তৃতীয় ওয়ানডের আগে দলের জন্য আসে জোড়া দুঃসংবাদ। ইনজুরিতে পড়েন দলের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন। দু’জনই দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় চোট পান। মোহাম্মদ মিঠুন সিরিজের শেষ ওয়ানডেতে থাকবেন না, এটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। 

তবে এর মধ্যেও একটা সুখবর হলো, মুশফিকুর রহিমের চোট গুরুতর কিছু নয়। এমআরআই রিপোর্ট তাই বলছে। ফলে তৃতীয় ওয়ানডেতে খেলবেন মুশফিকুর রহিম।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় বুধবার ভোর ৪টায়। এই ম্যাচে হেরে গেলে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ। সুতরাং এই ম্যাচটি টাইগারদের মান রক্ষার লড়াই।

তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড দলের অধিনায়ক হিসেবে থাকবেন টম লাথাম। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন টানা খেলার মধ্যে থাকায় তাঁকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। তাঁর পরিবর্তে দলে থাকবেন কলিন মুনরো।

বুধবারের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম/মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ মিঠুন/রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: