টাইগারদের পাহাড়সম টার্গেট দিল নিউজিল্যান্ড

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৪১ এএম

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার খেলে ৩৩০ রান করে নিউজিল্যান্ড। তাই হোয়াইটওয়াশ এড়াতে চাইলে বাংলাদেশকে করতে হবে ৩৩১ রান।

এদিকে ডুনেডিনে তিন ম্যাচের ওয়ানডের সিরিজের শেষ ম্যাচে বুধবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে নামবে টাইগাররা। এদিন টস ভাগ্য ছিলো মাশরাফি বিন মর্তুজার পক্ষে। টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিং পাঠায় টাইগার কাপ্তান

আগে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে মানরোকে এলবিডব্লিউর ফাঁদে ফেলার মধ্য দিয়ে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙ্গেন মাশরাফি বিন মর্তজা। কেন উইলিয়ামসনের পরিবর্তে দলে সুযোগ পেয়ে মাত্র ৮ রানে আউট হন মানরো।
এরপর দেখে শুনে টাইগার বোলারদের মোকাবেলা করতে থাকে ফর্মের তুঙ্গে থাকা গাপটিল কিন্তু সাইফউদ্দিনের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে তামিম ইকবাল হাতে তালুবন্দী হয় গাপটিল। ক্যাচটি ধরার সময় তামিম নিজের শরীরের ব্যালেন্স রাখতে পারেননি। বলটি হাওয়ায় ভাসিয়ে সীমানা দড়ির ওপারে চলে যান। সেখান থেকে ফিরে ফের তালুবন্দী করেন তামিম। তার এমন অসাধারণ ক্যাচে পরিণত হয়ে অবশেষে মাঠ ছাড়েন গাপটিল।প্রথম দুই ওয়ানডেতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা গাপটিল আজ করেন ৪০ বলে ২৯ রান । এরপর দলীয় ১৫১ রানে মিরাজের বলে সাজঘরে ফিরে যায় হেনরি নিকোলস। আউট হওয়ার আগে করে ৭৪ বলে ৬৪ রান। রানের চাকা সচল রেখে দলীয় ২০৬ রানে রুবেল হোসেনের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায় ৮২ বলে ৬৯ করা রস টেলর। এরপর কিউই শিবরে আঘাত হানে মোস্তাফিজুর রহমান। টম ল্যাথাম ও জেমস নিশামকে প্যাভিলিয়নের পথে হাটান কিন্তু ততক্ষনে কিউইদের স্কোর বোর্ডে সংগ্রহ ৩৩০ রান।

সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৩৩০/৬ (৫০ ওভার)
টার্গেট : ৩৩১

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম , মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা , মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কলিন মুনরো, হেনরি নিকোলস, রস টেলর, টম ল্যাথাম , জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: