চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ হস্তান্তর শুরু

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০৬ পিএম

রাজধানী চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্য থেকে যাদের শনাক্ত করা গেছে তাদের মরদেহ হস্তান্তর করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার কিছুক্ষণ পর মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন (ডিসি)।

অগ্নিদগ্ধে নিহত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কামাল হোসেনের (৫০) মরদেহের হস্তান্তরের মাধ্যমে শুরু হয় এই প্রক্রিয়া। মরদেহটি গ্রহণ করেন তার ছোট ভাই দেলওয়ার হোসেন। নিহত কামাল থাকতেন পুরান ঢাকায় চুড়িহাট্টা উর্দু রোডে।

এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ শনাক্ত করা গেছে বলে জানিয়েছে জেলা প্রশাসনের তথ্য কেন্দ্র।

জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. ইমরুল হাসান জানান, যাদের মরদেহ শনাক্ত করা গেছে তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হচ্ছে। তবে যাদের শনাক্ত করা যাচ্ছে না তাদের মরদেহ ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের পর হস্তান্তর করা হবে।

গতকাল বুধবার রাতে চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭০ জন নিহতের খব জানা গেছে। আহত হয়েছে অর্ধশতাধিক। হাসপাতালে ভর্তি আছেন ৪০ জন। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি নয় জনের মধ্যে আটজনের অবস্থাই গুরুতর।

ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের একযোগে টানা ১০ ঘণ্টার চেষ্টার পর দিবাগত রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: