পরিত্যাক্ত অবস্থায় ৯১০টি পিতলের মূর্তি উদ্ধার

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:০০ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদার উপজেলার দর্শনা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৯১০টি ভারতীয় পিতলের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এগুলো উদ্ধার করা হয়। 

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, গোপন সংবাদের  আজ দুপুর ১২ টার দিকে দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পাকা রাস্তার উপর হতে ৯১০টি ভারতীয় পিতলের মুর্তি আটক করতে সক্ষম হয়।

আটককৃত পিতলের আনুমানিক মূল্য বত্রিশ লক্ষ আশি হাজার টাকা বলেও জানান তিনি। আটককৃত পিতল দর্শনা কাস্টমসে জমা করা হয়েছে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: