নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২৭ পিএম

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে জেলার ৯টি উপজেলায় চেয়ারম্যান পদে দুইটিতে আওয়ামী লীগের দুইজন প্রাথী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। বাকী সাতটিতে আওয়ামী লীগের সাতজন প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আছেন ১১জন।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৮ ফ্রেব্রুয়ারি তারা তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন নি। বিএনপির এক প্রার্থী নির্বাচন থেকে সড়ে দাড়িয়েছেন। তিনি হচ্ছেন- পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার।

নেত্রকোনা সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যন অধ্যাপক তফসির উদ্দিন খান ও কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া জেলার মোহনগঞ্জে দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইজাজুল হক রয়েল, খালিয়াজুরীতে দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার, তার সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুজ্জামান তালুকদার সুয়েব সিদ্দিকী, জেলার বারহাট্টায় দলীয় প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ গোলাম রসুল তালুকদার, তার সাথে স্বতন্ত্র হিসেবে আছেন জেলা আওয়ামী লীগের সদস্য মাইনুল হক কাসেম, দুর্গাপুরে দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান, তার সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন জেলা আওয়ামী লীগের সদস্য, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুল হোসেন আকুঞ্জি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন উপজেলা কমিটির আহ্বায়ক, উপজেলা আওয়মী লীগের সদস্য, দুর্গাপুর পৌর সভার সাবেক মেয়র কামাল পাশা, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল গণি, পূর্বধলায় দলীয় প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, তার সাথে স্বতন্ত্র হিসেবে আছেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাসুদ আলম তালুকদার, কলমাকান্দায় দলীয় প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল খালেক তালুকদার, তার সাথে স্বতন্ত্র হিসেবে আছেন উপজেলা আওয়ামী লীগ কর্মী, কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক ফজলূ, মদনে দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. হাবিবুর রহমান তার সাথে স্বতন্ত্র হিসেবে আছেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য ইফতেখারুল আলম খান চৌধুরী।

নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল্লাহ আল মোহতাসিম জানান, জেলার প্রথম ধাপে নয়টি উপজেলার মধ্যে দুইজন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। বাকী ৭টিতে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: