বাকৃবিতে সাংস্কৃতিক সন্ধ্যা

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০২ এএম

বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন এন্ড রিসার্চের (বিএসভিইআর) দু’দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলনের অংশ হিসেবে মনোজ্ঞ ‘সাংস্কৃতিক সন্ধ্যা, আয়োজিত হয়েছে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে ওই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে দু’দিনব্যাপি কালচারাল উপকমিটি।

&dquote;&dquote;মনোজ্ঞ ওই সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধন করেন বিএসভিইআরের সভাপতি অধ্যাপক ড. এ এস  মাহফুজুল বারী। 

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের ভাষা শহীদদের স্মরণে একটি নাটিকা প্রদর্শিত হয়। পরে ভেটেরিনারি অনুষদের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান এবং কৌতুক অনুষ্ঠানটিকে দারুণ উপভোগ্য করে তোলে।

&dquote;&dquote;এ ছাড়াও অভিনয়ের মাধ্যমে শিক্ষার্থীরা চিকিৎসা ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে দেশ ও বিদেশের স্বনামধন্য বিজ্ঞানী ও গবেষক, ভেটেরিনারিয়ান শিক্ষক, ফিল্ড ভেটেরিনারিয়ান, প্রাণিসম্পদ বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: