মিরপুরে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪৯ এএম

রাজধানীর মিরপুর বাসানটেক এলাকায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। বুধবার রাত দেড়টার দিকে এই আগুন লাগে বলে জানা গিয়েছে। মিরপুরের এই বস্তিতে প্রায় এক লক্ষ মানুষের বসবাস।

তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে ঘটনার নিশ্চিত করা হয়েছে।

গত এক বছর পূর্বেও এখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে চকবাজার চুড়িহাট্টা ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও বড় ধরনের আগুন ঘটনা ঘটলো রাজধানীতে। ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় ১৪ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ সেই আগুনে পুড়ে মারা যায় অন্তত ৬৭ জন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: