ঢাকায় নতুন গাড়ির রুট পারমিট বন্ধ

প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০৭:২৯ পিএম

ঢাকা এখন বিশ্বের অন্যতম যানজটের শহর। এই সমস্যা লাঘব করার জন্য জুলাই থেকে সড়কে পরিবর্তনের সূচনা হবে। রাজধানী ঢাকায় নতুন করে কোনো গাড়ি চলাচলের অনুমোদন দেওয়া হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (এসএস) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

শনিবার (২ মার্চ) দুপুরে বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটির বৈঠক শেষে মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকাকে যানজট মুক্ত করতে যা যা করণীয় তা নিয়েই এখন থেকে এগিয়ে যাওয়া হবে। আর অবহেলা করার কোন সুযোগ নেই। বুঝে শুনে এখন থেকে রুট পারমিট দেয়া হবে। তাও আরটিসির প্রয়োজন হলেই, নয়তো না।

তিনি বলেন, যদি একান্তই আরটিসি কমিটি কোনো রুট পারমিটের প্রয়োজন মনে করেন তাহলে তারা এ কমিটির সঙ্গে আলাপ আলোচনা করে অনুমোদন দিবেন।

তিনি বলেন, আগামী জুন জুলাই মাসে ঢাকা শহরে গণপরিবহন ব্যবস্থার সূচনা হবে। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে কিছু রুটে এই পরিবর্তন দেখতে পারবেন। সেখানে এসি বাসও থাকবে এবং সুসজ্জিত কিছু সুন্দর বাসও থাকবে।

বিডি২৪লাইভ/এসবি/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: