জমির দালালি করা কি হালাল?

প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ১২:৫৪ এএম

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় দেশের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শক-শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

অনুষ্ঠানটির ২২৪৩তম পর্বে জমির দালালি করা হালাল কি না, সে বিষয়ে চিঠির মাধ্যমে জানতে চান একজন দর্শক।

এর জবাবে ড. মুহাম্মদ সাইফুল্লাহ বলেন, হ্যাঁ, এই ব্যবসা বৈধ, যদি প্রকৃত মালিক এ বিষয় সম্পর্কে সুস্পষ্টভাবে জানেন। আর আপনি এটাও নিশ্চিত করবেন যে আপনি জমির প্রকৃত মালিক নন। মালিক আরেকজন, আমি এখানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছি।

সুতরাং, মধ্যস্থতাকারী ব্যক্তি যদি কোনো লাভ বা লভ্যাংশ নেয়, এটা তার জন্য বৈধ। বিষয়টি যদি প্রকৃত মালিকের কাছে পরিষ্কার থাকে, তাহলে এটি বৈধ হবে। তবে প্রকৃত মালিককে ধোঁকা দিয়ে যদি ব্যবসা করা হয়, তাহলে আপনার এই ব্যবসা হারাম হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: