নারী দিবসে ‘ব্যালান্স ফর বেটার-কোয়েশ্চেন টাইম’ শিরোনামে আলোচনা সভা

প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ১২:০০ এএম

তৃণমূল নারী উদ্যোক্তা অ্যাসোসিয়েশন বাংলাদেশ (AGWEB) ও আইএফআইসি ব্যাংকের যৌথ উদ্যোগে শনিবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ‘ব্যালান্স ফর বেটার-কোয়েশ্চেন টাইম’ শিরোনামে একটি লাইভ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর টোপখানা রোডে অবস্থিত সিরডাপ অডিটোরিয়ামে গত সোমবার বিকেল সাড়ে ৩টায় স্মৃতিচারণামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্যানেল আলোচনাটি শুরু হয়।

প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত, জাতীয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ ব্যাংকার অ্যাসোসিয়েসনের চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, অভিনেত্রী ও এফবিসিসিআই পরিচালক শমী কায়সার।

উল্লেখ্য, নারী অধিকার আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিবছরের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।

বিডি২৪লাইভ/এমএম/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: