ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন হানিফ

প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০৫:১৯ পিএম

দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধন্যবাদ পাওয়ার যোগ্য। তবে ঢাবি কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পারেনি এটা দুঃখজনক ঘটনা।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ব বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলেই সহসভাপতি (ভিপি) পদে নুরুল হক নুর নির্বাচিত হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

আজ বুধবার (১৩ মার্চ ) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

হানিফ বলেন, ‘আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি (নুরুল হক নুর) পদে নির্বাচিত হয়েছেন। অবাধ, সুষ্ঠু যদি না-ই হতো, তাহলে তো এই নির্বাচিত হওয়া কঠিন ছিল।’

তবে বিশ্ববিদ্যায়ের প্রশাসন কিছুটা হলেও আস্থা অজর্নে ব্যর্থ হয়েছে বলেও মনে করেন আওয়ামী লীগের এই নেতা।

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ‘এই নির্বাচন আজকে অবাধ, সুষ্ঠু হয়েছিল বলেই কিন্তু আমরা যে যারা স্বতন্ত্র হিসেবে বা অন্য প্যানেলের তারা নির্বাচিত হতে পেরেছেন। এটাই তো সবচেয়ে বড় প্রমাণ।’

ছাত্রলীগের সভাপতি শোভন নতুন ভিপিকে বরণ করে নেওয়াই প্রমাণ করে ছাত্রলীগ দেশ নিয়ে ভাবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপি প্রসঙ্গে হানিফ বলেন, যতদিন পর্যন্ত বিএনপি-জামায়াতের শিকড় থাকবে এই দেশে, ততদিন দেশ ঐক্যবদ্ধ হবে না।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: