ফুট ওভারব্রিজ ভাঙনের ঘটনায় চারজন নিহত

প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ১০:০৫ পিএম

ফুট ওভারব্রিজ ভাঙনের ঘটনায় চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টারমিনাস রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

আহতদের মধ্যে অন্তত ৩৪ জনকে উদ্ধার করে স্থানীয় সেন্ট জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুম্বাই পুলিশ এক টুইটে জানিয়েছে, ছত্রপতি শিবাজি স্টেশনের একটি প্ল্যাটফর্মে প্রবেশ করতে যে ওভারব্রিজ প্রয়োজন হয় সেটি ভেঙে পড়েছে। ওই এলাকার ট্রাফিক কিছুটা বিঘ্নিত হয়েছে। পুলিশের পক্ষ থেকে পথচারীদের বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে।

&dquote;&dquote;মুম্বাইয়ের যুগ্ম কমিশনার অমিতেশ কুমার সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে যাতে যত দ্রুত সম্ভব উদ্ধারকারীরা ঢুকতে পারেন আমরা সেই চেষ্টা করছি।

এর আগে ২৯শে সেপ্টেম্বর ২০১৭ সালে মুম্বাইয়ের প্রভাদেবী রেলওয়ে স্টেশনে ফুটওভার ব্রিজের উপর হুড়োহুড়িতে ২৩ জন পদপিষ্ট হয়ে মারা যান। আহত হন ৫০ জন।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: