হার্শার সুপার টিমে সাকিব

প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ১০:২০ পিএম

বিশ্বের ফ্রাঞ্চাইজিং টুর্নামেন্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। প্রতি আসরের নেয়ে দ্বাদশ আসরের টুর্নামেন্টের পর্দা উঠবে আগামী ২৩ শে মার্চ।

লোকসভা নির্বাচনের কারণে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাই আইপিএলের দুই সপ্তাহের সূচি প্রকাশ করেছে বিসিসিআই। এ লীগে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সি গায়ে মাঠ মাতাবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

টুর্নামেন্ট শুরুর আগে হায়দ্রাবাদের একাদশ প্রকাশ করেছে ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তিনি নিজের সুপার টিমে রেখেছেন সাকিবের হায়দ্রাবাদকে। দ্বাদশ আসরের আইপিএলে সাকিবকে হায়দ্রাবাদের একাদশে তিন নম্বরেও দেখতে চান এই ধারাভাষ্যকার।

হায়দ্রাবাদের একাদশে অধিনায়ক থাকছেন ডেভিড ওয়ার্নার। ওপেনিংয়ে হার্শার পছন্দ অনুযায়ী ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ও ডেভিড ওয়ার্নার

এরপরেই থাকবেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। মিডেল অর্ডারে অবশ্য ভারতীয়দের উপর আস্থা রাখতে চাইছেন হার্শা।

যেখানে অভিজ্ঞ মনিশ পান্ডে, অলরাউন্ডার বিজয় শঙ্কর এবং দীপক হুডাকে রেখেছেন তিনি। শেষের দিকে দ্রুত রান তুলে দলকে বড় সংগ্রহ এনে দিতে কার্যকরী ভূমিকা রাখতে সাত নম্বরে ইউসুফ পাঠানকে রেখেছেন তিনি।

দলে স্পিনার হিসেবে রশিদ খানকে রেখেছেন হার্শা। পেস বোলিং বিভাগে দায়িত্ব সামাল দিবেন তিন ভারতীয় পেসার সিদ্ধার্থ কউল, খলিল আহমেদ এবং অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার।

সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশঃ ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, সাকিব আল হাসান, মানিশ পান্ডে, বিজয় শঙ্কর, দীপক হুডা, ইউসুফ পাঠান, রাশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, খলিল আহমেদ।

বিডি২৪লাইভ/এএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: