২৩ মার্চ দায়িত্ব নেবেন ডাকসু নেতারা

প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৯:০৬ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু) নির্বাচনে জয়ীরা দায়িত্ব নেবেন শনিবার (২৩ মার্চ)। সেদিন তাদের সঙ্গে মতবিনিময় করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

সোমবার (১৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অ্যাডভোকেট মাকসুদ কামাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ২৩ মার্চ ১৮টি আবাসিক হলের প্রতিটিতে হল সংসদের নির্বাচিত নেতাদের সঙ্গেও মতবিনিময় সভা হবে। সেখানে তারাও দায়িত্ব গ্রহণ করবে। মতবিনিময় সভা অনুষ্ঠান শেষে দায়িত্ব গ্রহণ করবেন ডাকসুর নির্বাচিত সদস্যরা। এদিন থেকে তারা আগামী একবছর দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর গত ১১ মার্চ ডাকসু নির্বাচনে ভিপি এবং সমাজসেবা সম্পাদক ছাড়া বাকি ২৩টি পদে জয়ী হয়েছে ছাত্রলীগ। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে তা বর্জন করেছে ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেল। ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

বিডি২৪লাইভ/এসএএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: