‘ওস্তাদ স্পিড বাড়ান সামনে স্টুডেন্ট’

প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৫:৩৭ পিএম

রাজধানীর প্রগতি সরণিতে মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় আবরার আহমেদ চৌধুরীর (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

এই ঘটনার পর থেকেই সড়ক অবরোধ করে বিইউপির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

নিরাপদ সড়কের দাবিতে আবারও কিছু লিফলেট, প্লাকার্ড ও কার্টুন ভাইরাল হয়েছে। যার মধ্যে একটিতে স্কুলড্রেস পরা এক ছাত্রের হাতে থাকা কাগজে লেখা, ‘ওস্তাদ স্পিড বাড়ান সামনে স্টুডেন্ট'’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ আবার মন্তব্য করছেন, ‘পড়াশুনা করে যে গাড়ি চাপা পড়ে সে’।

এই ঘটনার পর মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম তাদের বেশ কিছু দাবি পূরণের প্রতিশ্রুতি দেন।

এদিকে, বসুন্ধরা আবাসিক গেট এলাকার রাস্তায় অবরোধকারী শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের দাবি লিখিতভাবে জানানো অনুরোধ করে ঢাকা সিটি উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এ সময় মেয়রের অনুরোধে বিইউপি শিক্ষার্থীরা লিখিতভাবে তাদের দাবিগুলো তুলে ধরেন। 

বিডি২৪লাইভ/এএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: