এনএসইউ-এর সাথে আরএফএল নিবেদিত হ্যাশট্যাগ মার্কেটিংয়ের চতুর্থ আসর

প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ১০:৩৮ পিএম

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 'দি মার্কেটিং ক্লাব' আয়োজিত এবং আরএফএল নিবেদিত আন্ত বিশ্ববিদ্যালয় ডিজিটাল মার্কেটিং বিজনেস প্রতিযোগিতা, হ্যাশট্যাগ মার্কেটিংয়ের চতুর্থ আসরের পর্দা উঠছে খুব শীঘ্রই।

মঙ্গলবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের যেকোন প্রান্ত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ২১ মার্চ পর্যন্ত।

প্রতিযোগিতা সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলি নিয়ে আলোচনা করার জন্য ২৪টি বিশ্ববিদ্যালয়ে রোডশো অনুষ্ঠিত হবে।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ৩ জনের একটি দল গঠন করতে হবে এবং সেই ৩ জনেরই একই বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত হতে হবে। তিনটি রাউন্ডের সমন্বয়ে গঠিত এই প্রতিযোগিতা।

উল্লেখ্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং এবং ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধীনে গঠিত 'দি মার্কেটিং ক্লাব' ২০১৫ সালে যাত্রা শুরু করে। প্রতিবছর ক্লাবটি হ্যাশট্যাগ মার্কেটিংয়ের পাশাপাশি 'এলিমেন্টাল-ইন্টারেক্টিভ গ্রুমিং সেশন' নামে আরও একটি অনুষ্ঠান করে থাকে।

হ্যাশট্যাগ মার্কেটিং প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন- https://goo.gl/eqXBQV এই ঠিকানায়।

বিডি২৪লাইভ/এমএম/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: