বিজিবি-বিএসএফের প্রীতি শুটিং প্রতিযোগীতার সমাপনী

প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ০৫:৩৭ পিএম

চুয়াডাঙ্গায় শেষ হয়েছে বিজিবি-বিএসএফের প্রীতি শুটিং প্রতিযোগীতা। গত ১৮ই মার্চ শুরু হয়ে বুধবার (২০ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়ন হেড কোয়ার্টারে এর সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, বিজিবি-বিএসএফের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়াতে এ ধরণের প্রতিযোগীতার আয়োজন করা হয়। এবারই প্রথমবারের মত এটি চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নে অনুষ্ঠিত হচ্ছে। বিজিবির ১৪ জন ও বিএসএফের সমান সংখ্যক ১৪জন (মোট ২৮ জন) সদস্য প্রতিযোগীতায় অংশ নেয়।

শুটিং এ দু’দলই সমান ৩৩৬ পয়েন্ট স্কোর করে যৌথভাবে বিজয়ী হয়। বিএসএফের কনস্টেবল বান্টি কুমার সেরা শুটার নির্বাচিত হন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান। বিশেষ অতিথি ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আইনুল মোর্শেদ খান পাঠান, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল বেনজীর আহমেদ,  বিএসএফ’র শুটিং টিম লিডার ডেপুটি কমান্ডেন্ট শ্রী অবিনাশ কুমারসহ অন্যরা।

বুধবার (২০ মার্চ) বিকেলে বিএসএফ সদস্যরা বাংলাদেশের কিছু দর্শনীয় স্থান পরিদর্শন শেষে আগামী কাল বৃহস্পতিবার (২১ মার্চ) বেনাপোল সীমান্ত দিয়ে ১৪ সদস্যের বিএসএফ প্রতিনিধি দল ভারতে ফেরত যাবে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: