‘আমরা আফগানরা কোন দলকে ভয় করি না’

প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ০৫:৫১ পিএম

আফগানিস্তান স্পিন কিং রশিদ খান বলেছেন, ‘আগামী মে মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপে তার দল কাউকে ভয় পায় না। উঠতি ক্রিকেট জাতি হিসেবে স্বীকৃতি পাওয়া আফগানিস্তান প্রথম টেস্ট জয়ের পর এ কথা বলেন খান। সংক্ষিপ্ত ভার্সনে বিশ্বের অন্যতম শীর্ষ বোলার খান বলেন কেবলমাত্র দ্বিতীয় টেস্টেই আয়ারল্যান্ডকে হারানোর পর আফগানিস্তানের আত্মবিশ্বাস বেড়ে গেছে।’

মঙ্গলবার এক সাক্ষাৎকারে এই লেগ স্পিনার বলেন, ‘গত এশিয়া কাপে আমরা দেখিয়েছি, যে কোনো দলকে আমরা হারাতে পারি। এখন শুধু নিজেদের সামর্থ্যরে ওপর আস্থা রাখতে হবে। বিশ্বাস রাখতে হবে নিজেদের দক্ষতায়। বিশ্বকাপে এভাবেই খেলা উচিত আমাদের। তাহলেই আসবে সাফল্য। আমরা কাউকে ভয় করি না।’

আফগানিস্তানের ক্রিকেটের উত্থানটা রূপকথার মতো। এখন তারা যে কোনো দলের জন্য বড় হুমকি। ছোট দল হলেও বেশ কয়েকজন বড় তারকার জন্ম দিয়েছে আফগানিস্তান। রশিদ খান তাদের মধ্যে অন্যতম। ২০ বছর বয়সী এই লেগস্পিনার টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এখন এক নাম্বার বোলার। ওয়ানডেতেও আছেন তিনে।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: