১৫ বিঘা পানের বরজ পুড়ে ছাই

প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ০৬:৪৬ পিএম

রাজশাহীর মোহনপুরে উপজেলার বিষুহারা গ্রামে ৩৭ জন কৃষকের প্রায় ১৫ বিঘা পানবরজ পুড়ে গেছে। বুধবার (২০) দুপুরে এ ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক বিষুহারা গ্রামের বকশো মন্ডলের ছেলে আবুল হোসেন (৬০)জানান, দুপুরে মান্নানের পানবরজে আগুনের সূত্রপাত হয়। একে একে পাশের কৃষক আনসার, রইচ, মকবুল, আসাদ, সোহরাব, মতিন, মুকলেস, হাকিম, হাসেন রহিদুল, সাঈদ, ওহাব, আনারুল, খোরশেদ, শরিফুল, রিয়াজ, ভূট্টু আমিনুল, এজাবুল, মুক্তা আবুলের পানবরজে আগুন ছড়িয়ে পড়ে। এতে তাদের প্রায় ১ কোটি ২০ লক্ষ  টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় কৃষকরা।

নওহাটা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার নমির উদ্দিন জানান, খবর পেয়ে নওহাটা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনে বিষুহারা গ্রামসহ পাশের বাগমারা উপজেলার  মুগাইপাড়া, মির্জাপুর, খোদাপুর, হরিপুর, কোন্দা মালিদহ গ্রামের লোকজন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কূমার মালাকর,মোহনপুর থানা পুলিশ।

প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায়, ৩৭ জন কৃষকের ১৪ বিঘা ২ কাঠা জমির পান বরজ পুড়ে গেছে। লীজ নেওয়া জমির বাৎসরিক খাজনা, পানবরজ তৈরি, উৎপাদিত পানসহ ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: