দুই এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ

প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ১১:০০ পিএম

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণের আগে পৃথক দুটি চিঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুজন সংসদ সদস্যকে (এমপি) এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

জাতীয় সংসদের নড়াইল-১ আসনের এমপি বি এম কবিরুল হক ও রাজবাড়ি-২ আসনের এমপি মো. জিল্লুল হাকিমকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত দুটি পৃথক চিঠিতে সই করেন ইসি সচিবালয়ের উপসচিব আতিয়ার রহমান। ইসি সচিবালয় সূত্র জানায়, চিঠি দুটি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে।

তাদেরকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চিঠিতে কবিরুল হক ও জিল্লুল হাকিমকে আজ বুধবারের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠি থেকে জানা যায়, কবিরুল হক ও জিল্লুল হাকিম নিজ নিজ উপজেলায় নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছিলেন, যা নির্বাচনি আচরণবিধির পরিপন্থী। আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপজেলা নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন না।

অবগতির জন্য দুটি চিঠির কপি জাতীয় সংসদের স্পিকার, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। এর আগে উপজেলা নির্বাচনেও ইসি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়াসহ কয়েকজন সাংসদকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিল।

বিডি২৪লাইভ/আরএইচ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: