দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৪১% 

প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ১১:১৪ পিএম

উপজেলা ভোটের দ্বিতীয় ধাপের চেয়ারম্যান পদে ৪১% ভোট পড়েছে। যা প্রথম ধাপের চেয়ে ২ পয়েন্ট কম। বুধবার (২০ মার্চ) নির্বাচন কমিশনের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, এ ধাপে চেয়ারম্যান পদে গড় ভোটের হার ৪১.২৫%। এরমধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে খাগড়াছড়ির মহালছড়িতে ৭৯.৬৭%; সর্বনিম্ন ভোটের হার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ৮.৬৩%।

ইসি কর্মকর্তারা জানান, প্রথম ধাপে চেয়ারম্যান পদে গড় ভোট পড়ে ৪৩.৩২%। এ ধাপে রাজশাহী জেলার বাগমারা উপজেলায় সর্বনিম্ন ১৩.১৯ % পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় সর্বোচ্চ ৭১. ১৬% ভোট পড়েছে। তুলনামূলক কম ভোটার উপস্থিতি রয়েছে এবার উপজেলা ভোটে।

বিএনপিসহ অধিকাংশ দলের বর্জনের কারণে এই নির্বাচন জৌলুসহীন বলে মন্তব্য এসে একজন নির্বাচন কমিশনারের কাছ থেকেই। আওয়ামী লীগ ও তাদের বিদ্রোহী ‘স্বতন্ত্র’ প্রার্থীদের মধ্যেই প্রধান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

জানা যায়, ২০১৪ সালে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে গড়ে ৬১ শতাংশ ভোগ্রহণ হয়েছিল। ২০০৯ সালে একদিনে সারাদেশে ভোট হয়। তাতে ভোটের হার ছিল ৬৭ দশমিক ৬৯ শতাংশ।

প্রথম ধাপ ১০ মার্চ ও দ্বিতীয় ধাপে ভোট ১৮ মার্চ শেষ হয়। তৃতীয় ধাপে ভোট ২৪ মার্চ; চতুর্থ ধাপে ভোট ৩১ মার্চ; পঞ্চম ও শেষ ধাপে ভোট হবে ১৮ জুন। দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ৭৪ জন নির্বাচিত হয়েছেন; এমরধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ২৩ জন। এ ধাপে জাতীয় পার্টির ২ জন ও স্বতন্ত্র ৩৮ জন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রথমধাপে চেয়ারম্যান পদে ৫৮ জন নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের; এরমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছিল ১৬ জন। স্বতন্ত্র প্রার্থী জিতেছেন ২৩ উপজেলায়।

বিডি২৪লাইভ/আরএইচ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: