রাঙ্গামাটিতে হতাহতের পরিবারকে অনুদান দেবে ইসি

প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ১২:৩৭ এএম

রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচন কাজে নিয়োজিত হতাহত পরিবারকে আর্থিক অনুদান দেবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২০ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, নিহতদের প্রত্যেকের পরিবারকে সাড়ে ৫ লাখ টাকা, গুরুতর আহতদের ১ লাখ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদানের সিদ্ধান্ত হয়েছে।

এর আগে সোমবার (১৮ মার্চ) উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার তিনটি কেন্দ্র থেকে নির্বাচনকর্মীরা ফেরার পথে তাদের ওপর সশস্ত্র হামলা হয়।

বাঘাইছড়ি-দিঘিনালা সড়কের নয় মাইল এলাকায় ওই হামলায় দুই পোলিং কর্মকর্তা, চার আনসার-ভিডিপি সদস্যসহ সাতজন নিহত হন, গুলিবিদ্ধ হন আরও অন্তত ১১ জন।

চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়ে বাঘাইছড়ির ঘটনায় আহতদের দেখেও আসেন সিইসি।

প্রসঙ্গত, গেল বছর ইউপি ভোটের দায়িত্ব পালনকালে নিহত এক পুলিশ পরিদর্শকের পরিবারকে সাড়ে ৫ লাখ টাকা আর্থিক অনুদান দেয় ইসি।

গত বছর ২৩ মে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে দায়িত্বে নিয়োজিত ছিলেন পুলিশ পরিদর্শক মোসলেম।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: