শিক্ষকদের ১১ তম গ্রেটের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ০৩:৪১ পিএম

দাবি মোদের একটাই, সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেট চাই-এই স্লোগান কে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধান শিক্ষকদের পরের ধাপে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ ও বৈষম্য নিরসনের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১১টায় ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজিজুর রহমান, শাহ-আলম সরকার, হযরত আলী, নাসরিন সুলতানা, মো. শাহ-আলম খান, শরিফুল ইসলাম, তাপসী বসাক, জহুরা খাতুন পলি, আব্দুল খালেক, রাসেল পারভেজ প্রমুখ।

মানববন্ধনে বক্তব্য শেষে উপজেলা পরিষদ চত্বরে তারা আলোচনা সভা করেন। আলোচনা সভা ও মানববন্ধনে বক্তব্যরা বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার দ্রুত সময়ে বাস্তবায়ন করতে হবে এবং ১১তম গ্রেটসহ সহকারি শিক্ষকদেন বেতন বৈষম্য নিরসন করতে হবে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: