ফ্রি আই ক্যাম্পে শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা ও ছানী অপারেশন

প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০৫:৩০ পিএম

হারুন-অর-রশীদ,
ফরিদপুর থেকে:

রোটারী ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গার উদ্যোগে ফরিদপুরের বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালে দুই দিন ব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প শনিবার (২৩ মার্চ) শেষ হয়েছে।

দুই দিন ব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা ও ছানী অপারেশন করা হয়। রোগীদের চক্ষু পরীক্ষা ও ছানী অপারেশন করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জার ডা: রাহাত আনোয়ার চৌধুরী।

এর আগে শুক্রবার সকাল ১০ টায় ফরিদপুরের বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালে আনুষ্ঠানিক ভাবে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশের সাবেক আইজি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোটারিয়ান এম আজিজুল হক।

সেখানে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা: রাহাত আনোয়ার চৌধুরীর পরিচালনায় আই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক প্রফেসর এম এ সামাদ, প্রফেসর শেখ আব্দুস সামাদ,বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও সমাজসেবক ডা: মোস্তাফিজুর রহমান শামিম প্রমুখ।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: