শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০৫:৫৯ পিএম

গোপালগঞ্জের ৫ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। টুঙ্গিপাড়া, কাশিয়ানী, কোটালীপাড়া ও মুকসুদপুরে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হলেও গোপালগঞ্জ সদর উপজেলাতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হয়েছে।

ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে দেখা গেছে। নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।

গোপালগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান ৪ জন, ভাইস চেয়ারম্যান ৮ জন ও মহিলা ভাইস চেয়াম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

টুঙ্গিপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী রয়েছেন।

কোটালীপাড়া উপজেলায় তিনটি পদে ৩ জন করে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

কাশিয়ানী উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছে।

মুকসুদপুর উপজেলায় চেয়ারম্যান ৪, ভাইস চেয়ারম্যান পদে ৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রতিদ্বন্দ্বিতা করছে।

শুধুমাত্র গোপালগঞ্জ সদর উপজেলায় জাতীয় পার্টি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়েছে। অন্য কোন দল থেকে মনোনয়ন দেয়া হয়নি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: