জাবির আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কামালউদ্দিন হল

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ১০:১৭ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর সেমিফাইনাল ম্যাচে প্রতিপক্ষ মওলানা ভাসানী হল একাদশকে হারিয়ে ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে আ ফ ম কামালউদ্দিন হল একাদশ।

রোববার (২৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময় ৬০ মিনিটের প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে আ ফ ম কামাল উদ্দিন হল একাদশ প্রতিপক্ষ মওলানা ভাসানী হল একাদশের জালে দু’টি গোল বন্দি করতে সক্ষম হন।

কামাল উদ্দিন হল একাদশের পক্ষে গোল দু’টি করেন ৪৮ তম আর্বতনের হাসিব ও কিরণ। জবাবে মওলানা ভাসানী হল একাদশ কোন গোল পরিশোধ করতে পারে নি। ফলে নির্ধারিত সময় শেষে ২-০ গোলে জয়ী হয়ে আ ফ ম কামাল উদ্দিন হল ফাইনাল খেলার গৌরব অর্জন করে।

আগামী ২৬ মার্চ বেলা ১১টায় কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিপক্ষ শহীদ রফিক জব্বার হল একাদশের বিরুদ্ধে লড়বে আ ফ ম কামাল উদ্দিন হল একাদশ।

এর আগে গত সোমবার প্রতিপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল একাদশের বিরুদ্ধে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছিল কামাল উদ্দিন হল একাদশ।

অবিশ্বাস্য জয় পেয়ে অধিনায়ক সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের বহুল কাঙিক্ষত জয় ছিলো এটি। প্রতিটা খেলোয়ারের শতভাগ পরিশ্রমের কারণে আমরা ফাইনালে উঠতে পেরেছি। এখন স্বপ্ন একটাই ফাইনালে কাপ ঘরে তুলতে চাই।’

&dquote;&dquote;প্রাধ্যক্ষ ফিরোজ উল হাসান বলেন, ‘ছেলেরা অনেক ভাল খেলেছে। তাদের খেলা দেখে আমি অভিভূত। আশা রাখছি ফাইনালে কাপ আমরা পাব।’

এদিকে খেলায় এমন অবিশ্বাস্য জয়ে আ ফ ম কামালউদ্দিন হলে নেমে এসেছে বিজয়ের ঢল। হলে অবস্থানকারী আবাসিক শিক্ষার্থীদের মনে দেখা দিয়েছে বিজয়ের আমেজ। আনন্দ উল্লাসে মেতে উঠছে হলে সদ্য নবীন শিক্ষার্থীরা।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: