একটিতে নৌকা ও দুইটিতে বিদ্রোহী, অপরটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ১২:৩৪ এএম

দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চুয়াডাঙ্গার চারটি উপজেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। রোববার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৩৮টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে এ ভোটগ্রহণ।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে চুয়াডাঙ্গা সদর উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী আশাদুল হক বিশ্বাস।

আলমডাঙ্গা উপজেলায় আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আয়ুব আলী।

দামুড়হুদা উপজেলা পরিষদের নির্বাচনে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলি মুনসুর বাবু।

জীবননগর উপজেলা পরিষদের নির্বাচনে কাপ-পিরিস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান।

রিটানিং অফিসার ইয়াহ্ ইয়া খাঁন (সদর ও জীবননগর) ও রিটানিং অফিসার তারেক আহম্মেদ (আলমডাঙ্গা ও দামুড়হুদা) বেসরকারিভাবে রাতে এ ফলাফল ঘোষণা করেন।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: