জঙ্গি হামলার খবরে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০৯:৩৫ এএম

জঙ্গি হামলার আশঙ্কার প্রেক্ষিতে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। ২৬ মার্চ উপলক্ষে কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে হাল আমলে বিশ্বে সহিংসতার বেশ কয়েকটি ঘটনায় এখানে এবার বাড়তি সতর্কতা থাকছে। গুলশান ক্লাবেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

রোববার (২৪ মার্চ) সন্ধ্যায় টেলিফোনে একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘জঙ্গি হামলার কোন হুমকি না থাকলেও সতর্কতামূলকভাবে রাজধানীর গুলশানসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জঙ্গি হামলার হুমকির বিষয়টি অনুমানভিত্তিক। এসবের কোন সঠিক তথ্য নেই। তবে নিউজিল্যান্ডে যে ঘটনা ঘটছে , ঢাকাও হতে পারে এমন শঙ্কা থেকেই টহল জোরদার সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।’

জয়েন্ট পুলিশ কমিশনার (অপস্) বিডি২৪লাইভকে বলেন, ‘রাজধানীতে জঙ্গি হামলার কোন খবর আমাদের কাছে নেই। পুলিশ তাদের নিয়মিত ডিউটির মতই জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।’

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বিডি২৪লাইভকে জানান, ‘আমাদের নিরাপত্তা ব্যবস্থা প্রতিদিনের মতই চলমান রয়েছে। তবে সামনে স্বাধীনতা দিবস উপলক্ষে রমনা থানায় নিরাপত্তার দিকে একটু নজর দেয়া হয়েছে। তবে জঙ্গি হামলা বা অনাকাঙ্খিত কোন ঘটনার ম্যাসেজ আমাদের কাছে নেই।’

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বিডি২৪লাইভকে জানান, ‘পুলিশ জনগনকে নিরাপত্তা সব সময় দিয়ে আসছে। বিশেষ করে নিরাপত্তা জোরদারের কোন খবর নেই আমাদের কাছে।’

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিডি২৪লাইভকে জানান, ‘নিরাপত্তা ব্যবস্থা প্রতিদিনের মতই চলমান। যেহেতু গুলশান একটি অভিজাত এলকা। এখানে নিরাপত্তার বিষয়ে আমাদের নজরে সব সময় থাকে। কিছুদিন পারেই স্বাধীনতা দিবস এই উপলক্ষে নিরাপত্তার যেন কোন ধরণের ত্রুটি না থাকে সেই দিকে আমার নজর আছে।’

বিডি২৪লাইভ/এএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: