রাজধানীতে ফের বাসচাপায় মোটসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ১১:১৩ এএম

রাজধানীর শেওড়াপাড়ায় তেতুলিয়া বাসের চাপায় এক মোটসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর পরই বাসচালককে আটক করেছে পুলিশ।

তবে, তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় এবং দুর্ঘটনার কারণ জানা যায়নি।

&dquote;&dquote;

বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর কল্যাণপুরে সড়ক পার হতে গিয়ে তেলবাহী লরির চাপায় আবদুর রাজ্জাক নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হন।

বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে মিরপুর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে রাজধানীর পল্টনে কুরিয়ার সার্ভিসের গাড়ী চাপায় এক পথচারী নিহত হন। ঘটনার পর অভিযুক্ত চালককে আটক করা হয়।

&dquote;&dquote;মঙ্গলবার (১৯ মার্চ) সকালে রাজধানীর বসুন্ধরায় যমুনা ফিউচার পার্কের সামনে নদ্দা এলাকায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরী। এ ঘটনার পর রাস্তায় নামেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

পরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। তারা ২৮ মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিত করে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: