এইচএসসি পরীক্ষা: ৬ মে পর্যন্ত সকল কোচিং বন্ধ

প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০৩:৫৪ পিএম

আগামী ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। আসন্ন এইচ এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানান তিনি।

সোমবার (২৫ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, এইচ এস সি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। যেহেতু আমরা বিশেষ কোন ব্যবস্থা নিতে পারছি না, তাই সকল ধরনের কোচিং থাকবে।

শিক্ষামন্ত্রী বলেন, নানা ধরনের কোচিং আছে। যেহেতু একই জায়গায় বিভিন্ন কোচিং থাকে। অনেকে অসাধু উপায়ে নিষেধাজ্ঞা সত্ত্বেও কোচিং করিয়ে থাকে। সেটি ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে। তাই আমরা সকল কোচিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: