সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টি, পূর্বাভাস জারি কলকাতায়

প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৫:৫১ পিএম

মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যার মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে, এমনই পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। ঘণ্টায় ৫০ কি.মি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাছাড়া সকাল থেকে শিলিগুড়ি, দার্জিলিং, ডুয়ার্স-সহ একাধিক জায়গায় প্রবল ঝড়বৃষ্টি হয়েছে। কোথাও ভেঙে পড়েছে। মাটির বাড়িও ধসে পড়েছে কয়েকটা।

অন্যদিকে, উত্তরবঙ্গের আকাশে কালো মেঘ দেখা গেলেও সকালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা চোখে পড়েনি। বরং, মঙ্গলবার সকাল থেকেই চড়া রোদে পুড়ছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা।

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঠেকেছে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরে বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৬ শতাংশ, ন্যূনতম ২৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে কলকাতায় মুষলধারায় ঝড়-বৃষ্টি হয়। ঘণ্টায় ৬৮ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়েছে। কলকাতার পাশাপাশি, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়াতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হয়। সেদিনের ঝড়-বৃষ্টিতে শহরের বিভিন্ন প্রান্তে গাছ ভেঙে পড়ে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: