ক্ষমতায় গেলে জামায়াতের নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে

প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০১:৫২ পিএম

কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রধান নেতা মেহবুবা মুফতি বলেছেন, ক্ষমতায় গেলে জামায়াত-ই-ইসলামী (জেইএল) ও জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে তা তুলে নেওয়া হবে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও ইন্ডিয়া টুডে।

মঙ্গলবার (২৬ মার্চ) বারামুল্লার এক জনসভায় এসব কথা বলেন তিনি।

সম্প্রতি এক আদেশে জামায়াত-ই-ইসলামী পরিচালিত সব স্কুল, এতিমখানা ও অফিস বন্ধ করে দেয়া হয়।

কিন্তু, এ সময় জামায়াতের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবাদ পর্যন্ত করা হয়নি। এর কারণ হলো- তারা অনেক সমস্যায় ছিল। ফলে তাদের (জামায়াতের) পক্ষ নিয়ে কোনো কথা বলেনি কেউ।

শুধুমাত্র পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-ই তাদের পক্ষ নিয়ে এগিয়ে এসেছে।

পিডিপি প্রধান মেহবুবা মুফতি বলেছেন, জামায়াত পরিচালিত স্কুল, এতিমখানা বন্ধ করে দেওয়ার পক্ষে আমরা নই। যখন সময় আসবে এবং আমরা ক্ষমতায় যাবো, তখন আমরা এ নিষেধাজ্ঞা তুলে নেব বলে জানান তিনি।

তিনি আরও বলেন, তার দল সঠিক পথেই আছে এবং থাকবে। তবে এ সময় তিনি ভারতের ক্ষমতাসীন দল সম্পর্কে বলেন, বিজেপি সঠিক পথে নেই। তারা ভুল পথে হাঁটছে।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: