ফের জম্মু-কাশ্মিরে সংঘর্ষ, নিহত ৩

প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ১০:৪২ এএম

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে লাইন অফ কন্ট্রোল (এলওসি) সীমান্তে নিয়ন্ত্রণরেখার কাছে পাল্টাপাল্টি গুলিবর্ষণে ফের নিহত হলেন ৩জন। তবে এবার হামলাটি হয়েছে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের। এ ঘটনায় আহত হয়েছেন ৪জন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে জম্মু-কাশ্মিরের শোপিয়ান জেলার কেলার এলাকায় এ সংঘর্ষ ঘটেছে।

দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) সেনা বাহিনী ও পুলিশ বাহিনী যৌথ অভিযানের সময় বিচ্ছিন্নতাবাদীদের হামলার শিকার হয়। এসময় পাল্টা আক্রমণে ৩ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়।

এছাড়াও এসময় বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে হামলায় পুলিশের নেতৃত্বে থাকা পুলিশ।

বিডি২৪লাইভ/এসএএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: