র‌্যাবের উপর দেশের মানুষের যথেষ্ট আস্থা রয়েছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ১১:৩০ এএম

শান্তি শৃঙ্খলা রক্ষায় র‌্যাবের উপর দেশের মানুষের যথেষ্ট আস্থা রয়েছে। সব বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গি দমনে সফলতা এসেছে বলে জানিয়েছেন ধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১১টায় তিনি র‌্যাবের সদর দফতর কুর্মিটোলায় র‌্যাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যতেও যেন সন্ত্রাস-জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সর্তক থাকতে হবে।

এর আগে সকাল ১০টায় তিনি অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানস্থলে পৌঁছার পর প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন র‌্যাব ফোর্সেস’র একটি চৌকস দল।

২০০৪ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহণের মধ্য দিয়ে সূচনা হয় র‌্যাবের। পুলিশ সদস্য ছাড়াও সেনা, নৌ ও বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও সরকারের বেসামরিক প্রশাসনের বাছাই করা চৌকস কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে গঠিত হয় এ বাহিনী।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: