মার্কেটের আগুনে পোড়া ডিম-আলু খেতে ব্যস্ত মানুষ!

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০৫:৫৭ পিএম

প্রবীণদের মুখে শোনা যেত, ‘ঘর পোড়ার মধ্যে আলু পোড়া’। কথটার অর্থ হয়তো আজ শনিবার (৩০ মার্চ) রাজধানীর শুলশান-১ এর মার্কেটের আগুনই প্রমাণ করল।

অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে থাকা প্রায় ১৮৮টি দোকানের সবগুলোই পুড়ে গেছে। মার্কেটের মধ্যে থাকা ডিম-আলুর দোকান পুড়ে যায়। তবে এই সুযোগেই নিজেদের স্বার্থ ও পেট পুরতে ব্যস্ত অনেকে।

দেখা গেছে সুযোগসন্ধানী কিছু মানুষ দেখার ছলে প্রবেশ করেছেন ওই মার্কেটে। তারা পুড়ে যাওয়া জিনিস থেকে ভালো কিছু নিতে সটকে পড়ার ধান্দায় ব্যস্ত। অবশ্য পুলিশি তৎপরতায় সফল হতে পারেনি অনেকে।

তবে এক পর্যায়ে দেখা গেছে কেউ কেউ আগুনে পোড়া সিদ্ধ ডিম পকেটে ভরে চলে যাচ্ছেন। আবার কেউ কেউ সেখানে দাঁড়িয়েই একের পর এক পোড়া সিদ্ধ ডিম খাচ্ছেন।

প্রসঙ্গত, শনিবার ভোর ৫টা ৫৫ মিনিটে ওই ডিএনসিসি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ও নৌবাহিনীর দুটি ইউনিট যুক্ত হয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিটি করর্পোরেশনের ওই মার্কেটের প্রায় ১৮৮টি দোকান রয়েছে। সবগুলোই পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

এর আগে গত বছরের ২ জানুয়ারি রাত ২টার দিকে রাজধানীর গুলশান ১ নম্বরে ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে মার্কেটের প্রায় ৬০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়।

বিডি২৪লাইভ/এএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: